বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী বিশ্ব
এসএনএন২৪ডেস্ক: চলতি বছর বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়েছে বিশ্ব। একে ‘গ্রেট নর্থ আমেরিকান এক্লিপস’ও বলা হয়। গত ৮ এপ্রিল এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হন বিশ্ববাসী। এদিন কয়েক মূহুর্তের জন্য দিনের বেলাতেও অন্ধকারে ঢেকে যায় পৃথিবী। সূর্য ও পৃথিবীর মধ্যকার কক্ষপথে চাঁদ এসে পড়লে পৃথিবীর একটা অংশ সম্পূর্ণ ঢেকে যায় সেই ছায়ায়। আর এতেই অন্ধকারে দিন হয়ে যায় রাতের মতো। মহাজাগতিক এ ঘটনাকে বলে পূর্ণগ্রাস