২:২৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার | | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬



মিরসরাইয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে সাপের কামড়ে ফাবিহা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। সাপের কামড়ে মৃত্যুর কোলে ঢলে পড়া ফাবিহা উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের কাজির তালুক এলাকার মোহাম্মদ বেলালের মেয়ে। ফাবিহা'র পারিবারিক সূত্রে জানা যায়, রাতে ঘুমের মধ্যে ফাবিহাকে একটা সাপ কামড়ে দেয়। এসময় সে কান্নাকাটি শুরু করলে পাশের ঘরের মানুষের কাছে নিয়ে যান ফাবিহার মা।