নবীজির উপর দরুদ পাঠ যে কারণে জরুরি
এসএনএন২৪ ডেস্ক: দরুদ পাঠ করা মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। জীবনে অন্তত একবার দরুদ পাঠ করা ফরজ। কোনো কোনো ফকিহের মতে, এটি ওয়াজিব। বিশেষ করে কোনো সভা-সমাবেশে রাসুলুল্লাহ (সা.)-এর নাম উচ্চারিত হলে বা শোনা গেলে অন্তত একবার দরুদ পড়া ওয়াজিব। একই সভায় তার নাম বারবার উচ্চারিত হলে প্রতিবার দরুদ পড়া মুস্তাহাব। যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে, তিনি তত বেশি পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহর আনুগত্যকারী